হাওর বার্তা ডেস্কঃ পরমাণু ও ক্ষেপনাস্ত্র ইস্যুতে উত্তর কোরিয়ার ওপর আরো চাপ সৃষ্টিতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।
গতকাল রবিবার ফোনালাপে দুই নেতা উত্তর কোরিয়ার ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরো বাড়াতে ঐকমত্যে পৌছান।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও এক টুইটার বার্তায় ফোনালাপের বিষয়টি জানিয়েছেন।
হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট মুন উত্তর কোরিয়াকে প্রতিরক্ষা কার্যক্রম থেকে পেছাতে অর্থনৈতিক চাপসহ কূটনৈতিক চাপ আরো বাড়াতে ঐকমত্য প্রকাশ করেছেন। খবর সিএনএনের।