শেখ হাসিনাকে সাংবিধানিক হেনস্তার চেষ্টা চলছে

হাওর বার্তা ডেস্কঃ সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবিধানিকভাবে হেনস্তার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা পাকিস্তানি গুপ্তচর ড. কামাল হোসেনসহ কয়েকজন তাদেরকে এদেশের মানুষকে চিনে ফেলেছে। এই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, একাত্তরের লাখ শহীদের বিরুদ্ধে, মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিরুদ্ধে। আওয়ামী লীগ সব ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে।’

আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ১৫ আগস্ট, ২০০১, ২০০৪ সালের গ্রেনেড হামলা, ১/১১ এবং বর্তমান বিচার বিভাগীয় ষড়যন্ত্র হচ্ছে সবই একই সূত্রে গাঁথা। কোন ষড়যন্ত্র তাকে রুখতে পারেনি, সামনেও পারবে না।

তিনি বলেন, দেশের মানুষ জঙ্গিবাদের সাথে পরিচিত ছিল না। খালেদা-নিজামী সরকার ক্ষমতায় আসার পর প্রথম এর পরিচয় করায় হাওয়া ভবন থেকেই। তাঁর পরিণতি হলো ২০০৪সালে গ্রেনেড হামলা। এর মাধ্যমে ১৬কোটি মানুষের আস্থার ভরসা শেখ হাসিনাকে হত্যা করা।

খালিদ মাহমুদ বলেন, ১/১১ সরকার প্রথম শেখ হাসিনাকে আটক করে। বিনা অভিযোগে তাঁকে সেদিন কোর্ট প্রাঙ্গণে নাজেহাল করা হয়েছে। তা দেশের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। ছাত্রলীগ-আপামর জনতা এক হয়ে আন্দোলন করে তাঁকে মুক্ত করে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।বঅনুষ্ঠান সঞ্চালনা করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর