ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২০০১ সালে কি হয়েছিল, মনে আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে অনেক সাংবাদিকও গুম হয়ে যাবে। ২০০১ সালে কি হয়েছিল, মনে আছে? শপথ নেওয়ার আগেই ওরা অনেককে ধর্ষণ করেছিল, সংখ্যালঘুদের শেষ করে দিয়েছিল। এবার ওরা ক্ষমতায় আসলে এক লক্ষ লোককে খুন করবে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামীপন্থি এই সাংবাদিক নেতা বলেন, ‘অনেক সাংবাদিকের তালিকা করা আছে। ওরা আসলে তাদের চেহারা দেখবেন না। অনেকে গুম হয়ে যাবে।’

এবার ওরা প্রতিহিংসা ও জিঘাংসা নিয়ে আসবে। আর সেটাই স্বাভাবিক, কারণ মানবতাবিরোধীদের বিচার করা হয়েছে। আর তাদের সন্তানরা ‘ভি’ চিহ্ন দেখিয়ে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল। এরপর তারা ক্ষমতায় এলে কি আমাদের-আপনাদের রাখবে?, সাংবাদিকদরে প্রশ্ন রাখেন তিনি।

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ওয়েজবোর্ড বাস্তাবায়নের কথা বলেছেন, এরপর কোন মন্ত্রী কি বললো তাতে কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যা বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাজ সেটি বাস্তবায়ন করা। আর বাস্তবায়ন না হলে আন্দোলন করে সেটি আদায় করা হবে।’

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও আদালতে বিশেষ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন। আলোচনা সভায় বিএফইউজে ও ডিইউজে নেতারা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

২০০১ সালে কি হয়েছিল, মনে আছে

আপডেট টাইম : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে অনেক সাংবাদিকও গুম হয়ে যাবে। ২০০১ সালে কি হয়েছিল, মনে আছে? শপথ নেওয়ার আগেই ওরা অনেককে ধর্ষণ করেছিল, সংখ্যালঘুদের শেষ করে দিয়েছিল। এবার ওরা ক্ষমতায় আসলে এক লক্ষ লোককে খুন করবে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামীপন্থি এই সাংবাদিক নেতা বলেন, ‘অনেক সাংবাদিকের তালিকা করা আছে। ওরা আসলে তাদের চেহারা দেখবেন না। অনেকে গুম হয়ে যাবে।’

এবার ওরা প্রতিহিংসা ও জিঘাংসা নিয়ে আসবে। আর সেটাই স্বাভাবিক, কারণ মানবতাবিরোধীদের বিচার করা হয়েছে। আর তাদের সন্তানরা ‘ভি’ চিহ্ন দেখিয়ে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল। এরপর তারা ক্ষমতায় এলে কি আমাদের-আপনাদের রাখবে?, সাংবাদিকদরে প্রশ্ন রাখেন তিনি।

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ওয়েজবোর্ড বাস্তাবায়নের কথা বলেছেন, এরপর কোন মন্ত্রী কি বললো তাতে কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যা বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাজ সেটি বাস্তবায়ন করা। আর বাস্তবায়ন না হলে আন্দোলন করে সেটি আদায় করা হবে।’

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও আদালতে বিশেষ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন। আলোচনা সভায় বিএফইউজে ও ডিইউজে নেতারা বক্তব্য দেন।