হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে ‘ক্রিমিনাল কন্সপিরেসি’ উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, এ হত্যা মামলার বিচার করতে গিয়ে আমরা দেখেছি, এর সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত। কিন্তু তদন্তের দুর্বলতায় আমরা তাদের কিছু করতে পারিনি। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এর আগে দিনের শুরুতে প্রথমে সকাল ৬টা ৩৩ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এদিকে, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করছেন জাতির জনকের প্রতিকৃতিতে।