হাওর বার্তা ডেস্কঃ
আপনার মতোন সহজ সরল কিন্তু সাহসী একজনও নেই
সাড়ে সাত কোটি বাঙ্গালীকে আপনি কাঁপিয়ে দিয়েছিলেন
বাবা বলেন, যেদিন আপনাকে নির্মমভাবে হত্যা করা হলো-
সেদিনই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়েছে।
আপনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক-
আমি কবি নই, কবিতা লেখার সামান্য যোগ্যতাও নেই
আমার সমস্ত ভালোত্ব দিয়ে, সমস্ত মেধা দিয়ে লিখেও
আপনার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে পারব না।
যখন প্রচন্ড হতাশায় ডুবি- আপনার ৭ই মার্চের ভাষন
আমায় নতুন করে বাঁচতে শেখায়, হতাশা কাটিয়ে দেয়
আপনার মতো করে বাঙ্গালীকে কেউ ভালোবাসতে পারেনি
সারা বাংলায় আপনার উচ্চতায় আর কেউ নেই, নেই, নেই।
১৫ আগষ্ট যখন রক্তে ভেসে গেল পুরো বাংলাদেশ-
প্রিয় বঙ্গবন্ধু, গোটা বাঙালী জাতিই আপনার পরিবার
বঙ্গবন্ধু মানেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ
বঙ্গবন্ধু মানেই জয় বাংলা, বাঙালির জয়।