অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
বিশ্বাসের ঘরে আলো জ্বেলে এ কি দেখছি,
চারদিকে বড় অসময়,
নীতিহীন গতিহীন সময় করছে উড়াউড়ি,
সর্বত্র মানবতার অবক্ষয়।
কেউ করে না দয়া মায়ার হাত প্রসারিত,
মানুষ যতই মরুক দুঃখে,
নিজে পেট মোটা সম্পদের পাহাড় জড়ো করে,
থাকে আনন্দে মহাসুখে।
সোনার কৌটা, রুপার বাটি,কিনে রাজার ধন রাজত্ব
জানতে ইচ্ছে করে এতো টাকা পায় কোথায়,
কেমনে করে স্বর্গ সুখ আয়ত্ব।
ভূমি খায়, পাহাড় দখল,আকাশ ছোঁয়ে ফেলে, কিনে স্বপ্নের উচূ চূড়া,
সে নিজেই রাজার মহারাজা,
নিজের কলার ধরে টানে,
রাম রাজত্ব কায়েম করে,
ওরা যে লুটপাটকারী জুতা সেন্ডেল চোরা
তা সবাই জানে।
প্রিয় দেশ, মাতৃ তূল্য জন্মভূমির প্রতি
নেই কোনা ভালোবাসা,
ওরা তো মানবতাহীন দানব খচ্চর
মাথায় তাদের রক্ত চোষা নেশা।
ওদের কর্ম নেই,বিবেক বোধ নেই,ফাও খায়,যত পায় তত চায়,
করে ক্ষমতার বাহাদুরি,
পরের মাথায় ভাঙ্গে কাঁঠাল,
রাজ ভান্ডার খালি করে,
করে পুকুর চুরি।
এদের দাপটে তটস্ত সমগ্র দেশ সমাজ,চক্ষু বন্ধ করে রাখে আম জনতা,
ভয়ে কেউ মুখ খুলে না,
কেউ কেউ নক কামড়ায়, দা কুড়াল ধারায়,
কতল করতে এ সমস্ত হায়েনা।
তোদের পেট কেটে, মাথা ন্যাড়া করে দিতে,আজ জেগেছে সেই জনতা,
তোদের তালিকা ভুক্ত করবে, কালো হরফে লিখা হবে কলঙ্ক কথা।
মাথায় ঘোল ঢেলে করবে দেশ ছাড়া,
পালাবি কোথায়,কোন সাপের গর্তে,
কপালে রেখে হাত তোরা কান ধরে দৌড়া,
দোয়া ইউনুস পড়তে থাক,হাতে সময় থাকতে।