অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
তুমি আমার আশার আলো
তুমি নাকের ফুল
ভালোবেসে তোমায় আমি
করিনি তো ভুল।
তুমি কথা দিয়ে কথা রাখবে
বলেছ থাকবে পাশে
দুই নয়নের মণি হয়ে বাঁচবে
আমায় ভালোবেসে।
চোখে চোখে গল্প হবে কতো
শিহরণে ওঠবে ঢেউ
প্রেমের লুকোচুরি খেলবো
বুঝবে না অন্য কেউ।
এক পায়ে দাঁড়িয়ে থাকবো
তোমার অপেক্ষায়
কপালের চূলগুলো সরিয়ে
উদ্ধার করবে আমায়।
ভালোবাসা পুতুল খেলা নয়
পথ ভুলা পথ চলা নয়
নয় নাটক সিনেমার অভিনয়
কচু পাতার পানি নয়।
কতো জন দিয়েছে তার জীবন
মৃত্যুকে করে আলিঙ্গন
ভালোবাসার মরণ ফাঁদে পড়ে
আমিও দেবো জীবন।