ভিন্নভাবে বর্ষপূর্তি উদযাপন করল বাংলাদেশের বেসরকারি বিমান এয়ার অ্যাস্ট্রা। দ্বিতীয় বর্ষপূর্তিতে এয়ার অ্যাস্ট্রা বিমানটি মাটি থেকে আকাশে ওঠার পর যাত্রীদের গান গেয়ে শোনান জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ নূর। শুধু তাই নয়, মাঝ আকাশে জাদু প্রদর্শন করেন জাদুকর ম্যাজিক রাজিক।
এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য, এয়ার অ্যাস্ট্রা ক্রমাগত তাদের অন-টাইম পারফর্মেন্স উন্নত করেছে, পাশাপাশি এয়ারক্রাফট-এর সংখ্যাও বৃদ্ধি করেছে এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “অর্বিট” এবং ইন-ফ্লাইট ম্যাগাজিন “সেলেস্টার” চালু করেছে। স্বীকৃতি হিসেবে এয়ার অ্যাস্ট্রা এরই মধ্যে আইওএসএ নিবন্ধন অর্জন করেছে এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ আইএটিএ সদস্য এয়ারলাইন হয়েছে। ভবিষ্যতে, আমরা অসাধারণ সেবা প্রদান, আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিল্পের নতুন মানদণ্ড স্থাপনের প্রতি অঙ্গীকারবদ্ধ।’
অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিঃ-এর জনসংযোগ কর্মকর্তা সাকিব হাসান শুভ জানান, গেল রবিবার ছিলো প্রতিষ্ঠানটির ২য় বর্ষপূর্তি। এদিন ঢাকা-কক্সবাজার, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সৈয়দপুরের সবগুলো ফ্লাইটেই সাধারণ যাত্রীদের জন্য এই বিশেষ আয়োজনটি ছিল। যেমনটা এর আগে বাংলাদেশের কোনো এয়ারলাইনের ইন-ফ্লাইটে ঘটেনি।