হাওর বার্তা ডেস্কঃ চার টাইগার যুবার বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বিষয়টিকে একদমই ছোট করে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
প্রশ্নবিদ্ধ ৪ জনই স্পিন বোলার। এ চার বোলার হলেন- সঞ্জিত সাহা (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব), নুরুজ্জামান মাসুম (পারটেক্স স্পোর্টিং ক্লাব), শফিউল হায়েত (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)।
বিসিবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে তাদের বোলিং অ্যাকশন রিভিউ করব।
তিনি আরও বলেন, ‘এর আগে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সঞ্জিত সাহার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। সঞ্জিত সাহাকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে। অনুশীলন ক্যাম্পে তার বোলিংয়ের উপর নজর রাখা হবে। আমাদের কাছে মনে হয়েছে সঞ্জিত তার আগের অ্যাকশনে ফিরে গিয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। কারণ, সে একজন সম্ভাবনাময়ী বোলার।