বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মধ্যে সবচেয়ে সেরা এবং সব চেয়ে প্রশংসিত দেশ হিসেবে বিবেচিত হয়েছে কানাডা। ‘রেপুটেশন ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত বার্ষিক জরিপে এ তথ্য উঠে আসে। সুনামের ক্ষেত্রে কোনো দেশের অবস্থান বিবেচনায় পরিবেশগত, রাজনৈতিক ও অর্থনৈতিক ফ্যাক্টর বিবেচনায় নেওয়া হয়েছে। কানাডা এর আগেও ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার সবচেয়ে প্রশংসিত দেশ হিসেবে উঠে এসেছিল।
২০১৫ সালের বার্ষিক জরিপে সবচেয়ে প্রশংসিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, সুইজাল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ২২তম।
বিশ্বের সবচেয়ে প্রশংসিত দেশ বাছাইয়ের ক্ষেত্রে জি-৮ ভুক্ত দেশগুলোর প্রায় ৪৮ হাজার অধিবাসীকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে জিডিপির উপর ভিত্তি করে বিশ্বের ৫৫টি সম্পদশালী দেশের সুনাম র্যাংকিংস করার জন্য জরিপে অংশকারীদের বলা হয়।
বিশ্ব ব্যাংকের ২০১৩ সালের হিসাবে কানাডার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। দেশটির রাজধানীর নাম অটোয়া। বর্তমান প্রধানমন্ত্রীর নাম স্টিফেন হারপার ও রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির ডায়ালিং কোড +১।
উল্লেখ্য, রেপুটেশন ইনস্টিটিউট নিজেকে বিশ্বের নেতৃস্থানীয় গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান বিবেচনা করে থাকে।