ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী গেমিং ল্যাপটপ আনল আসুস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গেমিং ল্যাপটপ আরওজি জিএক্স ৮০০। ল্যাপটপটির বিশেষত্ব এর শক্তিশালী কনফিগারেশন আর দুর্দান্ত শীতলীকরণ প্রক্রিয়া।
বুধবার আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের নিজস্ব কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ল্যাপটপটি উন্মোচন করা হয়।
রিপাবলিক অব গেমার সিরিজের এ নোটবুকটিতে আছে ১৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ (এসএলআই) গ্রাফিক্স প্রযুুক্তি, যা গেম খেলার অভিজ্ঞতাকে করবে সমৃদ্ধ। এর আরেকটি আকর্ষণীয় দিক, পুরো সিস্টেমটিকে ওভার ক্লক করাতে ব্যবহৃত হয়েছে লিকুইড হাইড্রো কুলিং সিস্টেম, যা ব্যবহার করে এর প্রসেসরের ক্লক স্পিড ২.৯ থেকে ৪.৪ গিগাহার্টজ পর্যন্ত নেয়া সম্ভব। হাইড্রো কুলিং সিস্টেমটি প্রসেসর আর গ্রাফিক্স কার্ডকে শীতল রাখতে তরল প্রবাহিত করে, যা এতে অবস্থিত কমপ্রেশারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সর্বদা শীতল করতে থাকে। এ হাইড্রো কুলিং প্রযুক্তি আসুসই সর্বপ্রথম ব্যবহার করছে। এতে থাকছে ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই-৭ প্রসেসর, আর ৬৪ গিগাবাইট ডিডিআর ৪ র‌্যাম। এর স্টোরেজে থাকছে ১.৫ টেরাবাইট এসএসডি।
১৮.৪ ইঞ্চির ল্যাপটপটি বিশ্বের প্রথম ফোর কে ইউএইচডি গেমিং সমর্থিত। এতে আরও থাকছে এন ভিডিয়া জি সিঙ্ক প্রযুক্তি, যা গেম-গ্রাফিক্সের গতিকে করে বাধাহীন। আরওজি জিএক্স ৮০০ নোটবুকটিতে ব্যবহার করা হয়েছে অরা আরজিবি সমর্থিত মেকানিক্যাল কি-বোর্ড। এছাড়াও এর ব্যবহারকারী তার পছন্দমতো কি-বোর্ডের রঙ পাল্টে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ। আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার এবং আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ আল ফুয়াদ।
আসুস আরওজিজিএক্স ৮০০ নোটবুকটির মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। আগ্রহী ক্রেতারা আসুসের শোরুমে যোগাযোগ করে ল্যাপটপটি কিনতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শক্তিশালী গেমিং ল্যাপটপ আনল আসুস

আপডেট টাইম : ০২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গেমিং ল্যাপটপ আরওজি জিএক্স ৮০০। ল্যাপটপটির বিশেষত্ব এর শক্তিশালী কনফিগারেশন আর দুর্দান্ত শীতলীকরণ প্রক্রিয়া।
বুধবার আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের নিজস্ব কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ল্যাপটপটি উন্মোচন করা হয়।
রিপাবলিক অব গেমার সিরিজের এ নোটবুকটিতে আছে ১৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ (এসএলআই) গ্রাফিক্স প্রযুুক্তি, যা গেম খেলার অভিজ্ঞতাকে করবে সমৃদ্ধ। এর আরেকটি আকর্ষণীয় দিক, পুরো সিস্টেমটিকে ওভার ক্লক করাতে ব্যবহৃত হয়েছে লিকুইড হাইড্রো কুলিং সিস্টেম, যা ব্যবহার করে এর প্রসেসরের ক্লক স্পিড ২.৯ থেকে ৪.৪ গিগাহার্টজ পর্যন্ত নেয়া সম্ভব। হাইড্রো কুলিং সিস্টেমটি প্রসেসর আর গ্রাফিক্স কার্ডকে শীতল রাখতে তরল প্রবাহিত করে, যা এতে অবস্থিত কমপ্রেশারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সর্বদা শীতল করতে থাকে। এ হাইড্রো কুলিং প্রযুক্তি আসুসই সর্বপ্রথম ব্যবহার করছে। এতে থাকছে ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই-৭ প্রসেসর, আর ৬৪ গিগাবাইট ডিডিআর ৪ র‌্যাম। এর স্টোরেজে থাকছে ১.৫ টেরাবাইট এসএসডি।
১৮.৪ ইঞ্চির ল্যাপটপটি বিশ্বের প্রথম ফোর কে ইউএইচডি গেমিং সমর্থিত। এতে আরও থাকছে এন ভিডিয়া জি সিঙ্ক প্রযুক্তি, যা গেম-গ্রাফিক্সের গতিকে করে বাধাহীন। আরওজি জিএক্স ৮০০ নোটবুকটিতে ব্যবহার করা হয়েছে অরা আরজিবি সমর্থিত মেকানিক্যাল কি-বোর্ড। এছাড়াও এর ব্যবহারকারী তার পছন্দমতো কি-বোর্ডের রঙ পাল্টে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ। আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার এবং আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ আল ফুয়াদ।
আসুস আরওজিজিএক্স ৮০০ নোটবুকটির মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। আগ্রহী ক্রেতারা আসুসের শোরুমে যোগাযোগ করে ল্যাপটপটি কিনতে পারবেন।