ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমলো স্যামসাংয়ের যেসব দামী ফোনগুলোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের বেশ কয়েকটি ফোনের দাম কমেছে। মডেলগুলো হলো, গ্যালাক্সি সি নাইন প্রো, গ্যালাক্সি এ সেভেন (২০১৭), গ্যালাক্সি জে সেভেন প্রাইম (৩২ জিবি), এবং গ্যালাক্সি জে টু প্রো। এসব ফোনের দাম ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমেছে।

গ্যালাক্সি সি৯ প্রো তে চলছে ৫ হাজার টাকার বিশেষ মূল্য ছাড়। সি৯ প্রো এর পূর্বমূল্য ছিল ৪৯ হাজার ৯০০ টাকা, ৫০০০ টাকা কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯০০ টাকা। অসাধারণ কার্যক্ষমতা, ৬ ইঞ্চি সম্পূর্ণ এইচডি এসঅ্যামোলেড স্ক্রিন সুবিশাল ডিসপ্লে, মনোমুগ্ধকর ডিজাইন, দ্রুত চার্জিং প্রযুক্তিসহ ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অত্যাধুনিক সব ফিচারে পাওয়া যাচ্ছে।

গ্যালাক্সি এ সেভেন ২০১৭ এডিশন এ ও চলছে তিন হাজার টাকার বিশেষ মূল্যছাড়। গ্যালাক্সি এ সেভেনের পূর্বমূল্য ছিল ৪৪ হাজার ৯০০ টাকা। তিন হাজার টাকা কমে এটি এখন পাওয়া যাবে ৪১ হাজার ৯০০ টাকা। প্রিমিয়াম মানের গ্যালাক্সি এ সেভেন ২০১৭ হ্যান্ডসেটটিতে রয়েছে কার্ভড গ্লাস এবং মেটাল বডি, যা স্টাইল এবং পারফরমেন্সের সমন্বয়ে হ্যান্ডসেটটিকে দিয়েছে চমৎকার এক ডিজাইন। গ্যালাক্সি এ সিরিজের এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধক, যা যেকোনো অবস্থায় ডিভাইসকে ব্যবহারযোগ্য রাখতে পানি, ঘাম, বালি এবং ধুলা থেকে সুরক্ষা নিশ্চিত করে। এতে আছে আরও কিছু বাড়তি ক্যামেরা ফিচার, যা সঠিকভাবে অটো ফোকাস করে এবং ফ্লোটিং ক্যামেরা বাটনের মাধ্যমে উচ্চ রেজুলেশনের সেলফি তুলতে ব্যবহারকারীকে সহায়তা করে। গ্যালাক্সি এ৭ ২০১৭ হ্যান্ডসেটটিতে আরও ইনবিল্ট রয়েছে এস সিকিউর, এস পাওয়ার প্ল্যানিং এবং সিকিউর ফোল্ডার।

গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি) তেও পাচ্ছেন বিশেষ মূল্যছাড়। এক হাজার টাকা ছাড়ে ২৩ হাজার ৯০০ টাকা মূল্যের ফোনটি এখন পাবেন ২২ হাজার ৯০০ টাকায়। গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি) ও স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের অন্যতম আকর্ষণ, এই স্মার্টফোনের ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফিচারসহ অন্যান্য উদ্ভাবনী ফিচারগুলো সবার নজর কেড়েছে। স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম হ্যান্ডসেটে রয়েছে কার্ভড ব্যাকের সাথে স্টাইলিশ মেটাল ইউনিবডি। সাথে ব্যাক প্যানেলে আছে ব্রাশ্ড মেটাল ফিনিশ। এফ/১.৯ অ্যাপারচার সম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এই ফোনটি মিলব।

গ্যালাক্সি জে২ প্রো তে চলছে ৫০০ টাকা ছাড় । গ্যালাক্সি জে২ প্রো এর পূর্বমূল্য ছিল ১৩ হাজার ৪৯০ টাকা। ৫০০ টাকা কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ১.৫ হার্টজ কোয়াড-কোর প্রসেসর দিয়ে তৈরি এবং এর র‍্যাম হলো ২ জিবি। ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি ব্যবহারযোগ্য এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাসহ সেলফির জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দাম কমলো স্যামসাংয়ের যেসব দামী ফোনগুলোর

আপডেট টাইম : ০৬:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের বেশ কয়েকটি ফোনের দাম কমেছে। মডেলগুলো হলো, গ্যালাক্সি সি নাইন প্রো, গ্যালাক্সি এ সেভেন (২০১৭), গ্যালাক্সি জে সেভেন প্রাইম (৩২ জিবি), এবং গ্যালাক্সি জে টু প্রো। এসব ফোনের দাম ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমেছে।

গ্যালাক্সি সি৯ প্রো তে চলছে ৫ হাজার টাকার বিশেষ মূল্য ছাড়। সি৯ প্রো এর পূর্বমূল্য ছিল ৪৯ হাজার ৯০০ টাকা, ৫০০০ টাকা কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯০০ টাকা। অসাধারণ কার্যক্ষমতা, ৬ ইঞ্চি সম্পূর্ণ এইচডি এসঅ্যামোলেড স্ক্রিন সুবিশাল ডিসপ্লে, মনোমুগ্ধকর ডিজাইন, দ্রুত চার্জিং প্রযুক্তিসহ ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অত্যাধুনিক সব ফিচারে পাওয়া যাচ্ছে।

গ্যালাক্সি এ সেভেন ২০১৭ এডিশন এ ও চলছে তিন হাজার টাকার বিশেষ মূল্যছাড়। গ্যালাক্সি এ সেভেনের পূর্বমূল্য ছিল ৪৪ হাজার ৯০০ টাকা। তিন হাজার টাকা কমে এটি এখন পাওয়া যাবে ৪১ হাজার ৯০০ টাকা। প্রিমিয়াম মানের গ্যালাক্সি এ সেভেন ২০১৭ হ্যান্ডসেটটিতে রয়েছে কার্ভড গ্লাস এবং মেটাল বডি, যা স্টাইল এবং পারফরমেন্সের সমন্বয়ে হ্যান্ডসেটটিকে দিয়েছে চমৎকার এক ডিজাইন। গ্যালাক্সি এ সিরিজের এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধক, যা যেকোনো অবস্থায় ডিভাইসকে ব্যবহারযোগ্য রাখতে পানি, ঘাম, বালি এবং ধুলা থেকে সুরক্ষা নিশ্চিত করে। এতে আছে আরও কিছু বাড়তি ক্যামেরা ফিচার, যা সঠিকভাবে অটো ফোকাস করে এবং ফ্লোটিং ক্যামেরা বাটনের মাধ্যমে উচ্চ রেজুলেশনের সেলফি তুলতে ব্যবহারকারীকে সহায়তা করে। গ্যালাক্সি এ৭ ২০১৭ হ্যান্ডসেটটিতে আরও ইনবিল্ট রয়েছে এস সিকিউর, এস পাওয়ার প্ল্যানিং এবং সিকিউর ফোল্ডার।

গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি) তেও পাচ্ছেন বিশেষ মূল্যছাড়। এক হাজার টাকা ছাড়ে ২৩ হাজার ৯০০ টাকা মূল্যের ফোনটি এখন পাবেন ২২ হাজার ৯০০ টাকায়। গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি) ও স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের অন্যতম আকর্ষণ, এই স্মার্টফোনের ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফিচারসহ অন্যান্য উদ্ভাবনী ফিচারগুলো সবার নজর কেড়েছে। স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম হ্যান্ডসেটে রয়েছে কার্ভড ব্যাকের সাথে স্টাইলিশ মেটাল ইউনিবডি। সাথে ব্যাক প্যানেলে আছে ব্রাশ্ড মেটাল ফিনিশ। এফ/১.৯ অ্যাপারচার সম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এই ফোনটি মিলব।

গ্যালাক্সি জে২ প্রো তে চলছে ৫০০ টাকা ছাড় । গ্যালাক্সি জে২ প্রো এর পূর্বমূল্য ছিল ১৩ হাজার ৪৯০ টাকা। ৫০০ টাকা কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ১.৫ হার্টজ কোয়াড-কোর প্রসেসর দিয়ে তৈরি এবং এর র‍্যাম হলো ২ জিবি। ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি ব্যবহারযোগ্য এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাসহ সেলফির জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।