হাওর বার্তা ডেস্কঃ জুতা পরিষ্কার করতে ব্যবহার করা যায় কলার খোসা। কলার খোসা ভালো করে ঘষে নিন জুতায়। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখুন কেমন নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে জুতা!
দীর্ঘদিন রূপার গয়না তুলে রাখলে কালচে রং হয়ে যায়। বিবর্ণ রূপার জৌলুস ফেরাতে কলার খোসা অনন্য। কলার খোসা ঘষে নিন রূপার গয়নায়। তারপর লেবুর রস ও ব্রাশের সাহায্যে পরিষ্কার করে ফেলুন। রূপার গয়না ঝকঝকে হয়ে যাবে আগের মতো। গাছের পাতায় পোকা আক্রমণ করেছে? কলার খোসা ঘষে নিন পাতায়। দূর হবে পোকা।হাতের হলদে ভাব দূর করতে পারে কলার খোসা। দাঁত ব্রাশ করার আগে কলার খোসার ভেতরের অংশ ঘষে দিন দাঁতে। নিয়মিত করলে প্রাকৃতিকভাবে সাদা হবে দাঁত।কলার খোসায় থাকা মিনারেল ও পটাসিয়াম চমৎকার জৈব সার হিসেবে কাজ করে। কলার খোসা কড়া রোদে শুকিয়ে গুঁড়া করে মাটির সঙ্গে মিশিয়ে নিন। দ্রুত বাড়বে গাছ।ব্রণের উপর কলার খোসা ঘষে নিন। ব্রণের চুলকানি ও লালচে ভাব দূর হবে।মাংস সেদ্ধ না হলে এক টুকরো কলার খোসা দিয়ে দিন। মাংস সেদ্ধ তো হবেই, অতিরিক্ত শুকনাও হবে না তরকারি।