হরিধানের জনক হরিপদ কাপালি আর নেই

হাওর বার্তা ডেস্কঃ  বিশেষ জাতের উচ্চ ফলনশীল ‘হরিধানে’র জনক হরিপদ কাপালি আর নেই। বুধবার দিনগত রাত ১টা ১০ মিনিটে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

এই গুণী ব্যক্তি ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি উচ্চ ফলনশীল ধান অবিস্কার করেন । তার নামানুসারে ওই ধানের নাম রাখা হয় ‘হরিধান’।

কৃষিতে অন্যন্য অবদান রাখার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে তাকে পুরস্কৃত করা হয়। এছাড়া সরকার তাকে একটি বাড়ি তৈরি করে দেয়। সেই বাড়িতেই স্ত্রী সুনিতা রানী (৭৫) ও পলিত পুত্র রুপকুমারকে নিয়ে থাকতেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর