দীর্ঘদিন পর আবারও টিভি নাটকে ফিরলেন চিত্রনায়িকা কেয়া। সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। নাম ‘বসন্ত যায় বসন্ত আসে’।
সাজিদ আহমেদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এর আগে কাজী নজরুল ইসলামের গল্পে ‘পিছুডাক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন এ তারকা।
রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নুর সজল।
এতে অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, ‘দীর্ঘদিন পর টেলিফিল্মে অভিনয় করলাম। এতে আমার বিপরীতে সজল রয়েছে। তার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। গল্পটিও চমৎকার। সব মিলিয়ে ভালো কিছু হয়েছে বলেই আমার বিশ্বাস।’
টেলিফিল্মটি ঈদুল ফিতরে কোনো এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িক কেয়া। মান্না, আমিন খান, রিয়াজসহ দেশের শীর্ষ সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি। সর্বশেষ কেয়া অভিনীত ‘ব্ল্যাক মানি’ ছবিটি মুক্তি পায়।
এছাড়াও ‘শিরোনামে তুমি’ নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঈদের পর ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।