গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুৎ সুবিধা দিতে কাজ করছে সরকার

ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামাঞ্চলে শতভাগ পল্লী বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পল্লী বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী হিংসা বিদ্বেষ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে সরকারের গৃহিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উপজেলা ২নং নদমূলা শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শংকর কুমার কর, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, হাফিজুর রহমান তারেক প্রমুখ।

এছাড়াও উপজেলার তেলিখালী, গৌরিপুর ইউনিয়ন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি ও কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর