কিছু খাবার হৃদরোগ প্রতিরোধে কাজ করে। গবেষণায় দেখা গেছে, ৭০ ভাগ হৃদরোগ প্রতিরোধ হয় কেবল সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে। তাই হৃদরোগ প্রতিরোধে খাবারের বিষয়ে সচেতন হওয়া জরুরি। স্যামন মাছের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এ ছাড়া স্যামনের মধ্যে রয়েছে সেলেনিয়াম, আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। সার্ডিন মাছেও ওমেগা-৩ ভরপুর রয়েছে। এ ছাড়া কোলেস্টেরলের মাত্রা ভালোভাবে রয়েছে। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। লিভারের মধ্যে থাকা চর্বি হৃৎপিণ্ডের জন্য ভালো। এটি হৃদরোগ প্রতিরোধ করে। হার্ট অ্যাটাক প্রতিরোধে গরুর বা খাসির লিভার খেতে পারেন। কাঠবাদামের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আপেলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রতিরোধ করে। প্রতিদিন একটি আপেল খাওয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ডকে স্বাস্থ্যকর রাখে। গ্রিন টির মধ্যে রয়েছে ক্যাটেচিন, ফ্লেবোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে। এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। কালো চকলেট উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। এর মধ্যে রয়েছে ফ্লেভোনোলস। এটি আর্টারিকে শিথিল হতে সাহায্য করে, রক্তের সঞ্চালন বাড়ায়। -বোল্ডস্কাই
সংবাদ শিরোনাম
হার্ট অ্যাটাক প্রতিরোধে যা খাবেন
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
- ২৪২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ