জঙ্গিরা ধর্মের নামে অশান্তি-সংঘর্ষ ছড়াচ্ছে : গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে মুষ্টিমেয় কিছু উগ্রবাদীর কারণে সব মুসলমানদের দোষারোপ করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশেও যারা জঙ্গি হামলা করছে, তারা ধর্মের নামে অশান্তি ও সংঘর্ষে জড়াচ্ছে।

তিনি বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গীবাদের কোনো স্থান নেই। ইসলামের মূল্যবোধ পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিতে সকল দায়িত্বশীল মুসলিমের দায়িত্ব পালন করা দরকার। শান্তির ধর্ম ইসলাম, এটি প্রচার করতে হবে।

শনিবার বাংলার রুমিখ্যাত সৈয়দ আহমদুল হকের রচনাবলি প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুটি খণ্ডই সুফিবাদ বিষয়ে রচিত।

ড. রিজভী রিজভী বলেন, পীর আউলিয়াদের মাধ্যমে আমাদের দেশে ইসলামের বিস্তার লাভ করে। আর এই পীর আউলিয়ারা ছিলেন সুফী মতবাদে বিশ্বাসী। এখানে কোনো রকম বলপ্রয়োগ ছিল না। সবকিছু স্বত:স্ফূর্তভাবে হয়েছিল। সব ধর্মকে নিয়েই তারা কাজ করে গেছেন। তখন কোনো সংঘর্ষ, মারামারি বা হানাহানি ছিল না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর