EPANG, 26 Feb -- Perdana Menteri Datuk Seri Najib Tun Razak mengiringi Raja Arab Saudi, Raja Salman Abdulaziz Al-Saud setibanya di Kompleks Bunga Raya hari ini. Raja Salman tiba di Malaysia bagi mengadakan lawatan negara selama empat hari bermula hari ini. --fotoBERNAMA (2017) HAKCIPTA TERPELIHARA

সৌদি বাদশাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল মালয়েশিয়ায়

মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসাবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় এসেছিলেন ২৬ ফেব্রুয়ারির। চারদিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়। তিনি চলে যাওয়ার পর মঙ্গলবার মালয়েশিয়ার পুলিশ দাবি করছে, সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করে দেয়। খবর বিবিসির।

কথিত এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছজন বিদেশি নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়।

আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।

তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

পুলিশের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আটক চার ইয়েমেনি ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সাথে জড়িত।

বাদশাহ সালমানকে হত্যার কথিত এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর