রাষ্ট্রপতিকে বই উপহার দিল যুবলীগ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বই উপহার দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বই উপহার দেয়। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী যুবলীগের গবেষণা কেন্দ্র যুবজাগরণ থেকে প্রকাশিত বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ও প্রকাশনা রাষ্ট্রপতিকে উপহার দেয়া হয়। রাষ্ট্রপতির হাতে বই তুলে দেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। সংগঠনের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক আসাদ, সম্পাদক ম-লীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ড. সাজ্জাদ হায়দার লিটন, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর