রাজধানী ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লার দেয়াল ভেঙে ‘কার পার্কিং’ এর নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।
এর আগে কেল্লার দেয়াল ভেঙে এর ভেতরে কার পার্কিং নির্মাণ করছিল প্রত্নতত্ব অধিদপ্তর। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।