হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ছবি ‘সত্তা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ২৬ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে বিনাকর্তনে ছাড়পত্র প্রদান করে। ফেসবুকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা নিজেই।
উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘সত্তা ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সকল শুভাকাঙ্ক্ষী ও সমালোচকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
‘সত্তা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার পাওলি দাম। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহমেদ রুবেল, বন্যা মির্জা ও রিনা খান প্রমুখ।
সোহিনী সরকারের ‘মা’ উপন্যাস অবলম্বনে ‘সত্তা’র চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন জেমস, সামিনা চৌধুরী, কণা, মিলা, পান্থ কানাই, সুমি শবনম ও পূজা।
‘সত্তা’ ছবিটির মুক্তির তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে শিগগিরই মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।