সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসানের স্ত্রী হিসেবে নয়, নিজ গুণেই মিথিলা শোবিজ অঙ্গনে জনপ্রিয়। তবে বিশেষ দিবস ছাড়া তাকে খুব একটা পর্দায় দেখা যায় না। মাঝেমধ্যে বিজ্ঞাপনের মডেল হয়ে টিভি পর্দায় হাজির হন।
তেমনি এবারও একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন মিথিলা। স্বাস্থ সচেতনতামূলক এ বিজ্ঞাপনটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির।
জুবায়ের আনানের নির্দেশনায় গত ১৮ জানুয়ারি শুটিং সম্পন্ন হয় বিজ্ঞাপনটির। তবে অন্যান্য বিজ্ঞাপনের মতো এটি টেলিভিশনে প্রচার হবে না। কেবল অনলাইন মাধ্যমে এটির প্রচারণা চলবে।