মুক্তিযোদ্ধা বাছাইয়ে নতুন কমিটি

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নসহ আবেদন করা ও তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কমিটি করেছে সরকার। এই কমিটি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগেরও নিষ্পত্তি করবে।

আগের সব কমিটি বাতিল করে উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে নতুন করে এ কমিটি করার আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট উপজেলার সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হলে তিনি এই কমিটির সভাপতি হবেন। তবে যেখানে মুক্তিযোদ্ধা সংসদ সদস্য নেই সেখানে কমিটির সভাপতি ঠিক করে দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

কমিটির সদস্য সচিবের দায়িত্বপালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া জেলা ও মহানগর কমিটি গঠনের প্রক্রিয়াও ঠিক করে দেয়া হয়েছে। কমিটিগুলো মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা- ২০১৬ অনুযায়ী কাজ শেষ করে মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রতিবেদন পাঠাবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর