পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাখরখানি। এই খাবারের ওপর ডকুমেন্টারি বানাতে বিদেশ থেকে বাংলাদেশে আসেন প্রবাসী ফারিয়া। কাজ করতে গিয়ে পরিচয় হয় চারুকলার ছাত্র ও শৌখিন ফটোগ্রাফার শব্দ আহমেদ এর সঙ্গে। ফারিয়ার ডকুমেন্টারির কাজে সাহায্য করতে গিয়ে শব্দ আহমেদ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটাতে থাকেন। এর ফাঁকে চলতে থাকে বাখরখানি নামকরণের পেছনের গল্প। একদিকে শব্দ আহমেদের পাগলামি অন্যদিকে ফারিয়ার মুগ্ধতা।
ডকুমেন্টারির কাজ শেষ হয়ে যায়। ততদিনে ভাব জমে ওঠে শব্দ আর ফারিয়ার। এভাবেই এগিয়ে গেছে ইফফাত জাহানের গল্প ভাবনা আর জীবন শাহাদাতের পরিচালনায় ‘বাকরখানি প্রেম’ নাটকের গল্প। নাটকে ইরফান সাজ্জাদ ও ফারিয়া শাহরিন ছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ। ফিডব্যাক মিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মেহেদী হাসান বাবু।