নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল ছিলো তার জন্মদিন। ৬০ পেরিয়ে ৬১-তে পা রাখলেন এই অভিনেতা। প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাচসাস, শেরে বাংলা পদক, বিসিআরএ, ট্রাব, সিটি করপোরেশন পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এডিবি, বিশ্বব্যাংক, সাউথ এশিয়ান রোড সেফটি ম্যানেজমেন্ট কমিটির একজন কনসালটেন্ট ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং স্পেশালাইজড প্রশিক্ষক। তিনি রোটারি ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন। তার জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয়ভাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ ছাড়া সারাদেশে এবং বিদেশে নিসচার ১২০টি শাখা সংগঠনের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি সবার অনেক ভালোবাসা পেয়ে আনন্দিত। দর্শকদের জন্যই আমি ইলিয়াস কাঞ্চন হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার কাজগুলো আরও সুন্দরভাবে করতে পারি।