অভিনেত্রী আফসানা মিমি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখছেন। তিনি জানান, চলচ্চিত্র নির্মাণের আগ্রহ থেকেই চিত্রনাট্য লেখা শুরু। ২০০৬ সালে এই চিত্রনাট্যের গল্প তার ভাবনায় আসে।
কিন্তু নানা ব্যস্ততার কারণে লেখা হয়ে ওঠেনি। চিত্রনাট্যকে কবে নাগাদ চলচ্চিত্র রূপ দেবেন সে বিষয় এখনই কোনো ঘোষণা দেবেন না। লেখা শেষ হলে সিদ্ধান্ত নেবেন, এই চিত্রনাট্য থেকে নিজে নাকি অন্য কোনো নির্মাতা চলচ্চিত্র নির্মাণ করবেন।
অন্যদিকে আজ বরেণ্য এই অভিনেত্রীর জন্মদিন। তিনি বলেন, ‘একজন মানুষ হিসেবে পৃথিবীর রূপ-রস অনুভব করছি_ এই ভাবনা থেকে জন্মদিন অনেক আনন্দের মনে হয়। এজন্য পৃথিবীর আগমনী ক্ষণকে উপভোগ করতে এবারও হলি ফ্যামিলি হাসপাতালে নবজাতক শিশুদের সঙ্গে সময় কাটাব।