সর্ম্পকের সময় তো নয়, এমনকী বিয়ের পরও কোনও প্রকাশ্য একসঙ্গে অনুষ্ঠানে দেখা যায়নি রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়াকে। গত সোমবার রাতে প্রথমবারের জন্য এই দম্পতিকে একসঙ্গে দেখা গেল। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গেছে তাঁদের। সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টেসহ অনেকেই।
আদিত্য বরাবরই পাবলিসিটি এড়াতে ক্যামেরার মুখোমুখি হতে চান না। কিন্তু রানি মিডিয়াকে আগে সময় দিতেন। বিয়ের আগেও বিভিন্ন পাবলিক অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড ফাংশনে দেখা যেত তাঁকে।
বিয়ের পর থেকে নিজের পার্সোনালিটিতে পরিবর্তন আনেন নায়িকা। দু’বছর আগে বলিউডকে এড়িয়ে ইতালিতে গিয়ে বিয়ে করেন। এক বছর আগে আদিরার জন্ম হয়। প্রথম থেকেই মেয়েকেও আড়ালেই রেখেছেন নায়িকা। তবে গত ৯ ডিসেম্বর আদিরার প্রথম জন্মদিনে মেয়েকে একটি খোলা চিঠি লেখেন নায়িকা। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আদিরার প্রথম ছবি।