নেইমারকে মাঠেই জুতো খুলে মারতাম

নেইমারকে জুতা মারতে চাইলেন কার্লোস বাকার রাগান্বিত মা। কোপা আমেরিকায় কলম্বিয়ারয় কাছে ১-০ গোলে হারার লজ্জা সহ্য করতে না-পেরে, মাঠের মধ্যেই বিপক্ষের স্ট্রাইকার কার্লোস বাক্কার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন নেইমার। এমন কী, রেফারিদেরও রাগের মাথায় গালিগালাজ করেন বলে ব্রাজিলের এ সুপারস্টারের প্রতি অভিযোগ। পরে প্রতিপক্ষের আরেকজন খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতোও মারেন নেইমার। আর এ জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এই অপরাধের জন্য কোপার ডিসিপ্লিনারি কমিটি নেইমারকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে। কোপাতেই আর খেলা হচ্ছে না তাঁর। নেইমারের পাশাপাশি বাকাও দু’ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। নেইমার চিলি থেকে দেশে ফিরে আসলেও তাঁকে ক্ষমা করতে পারছেন না কার্লোস বাকার মা এলোসিয়া আহুমাদা। এলোসিয়া বলেন, ‘তখন আমার খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছেল নেইমাররের সামনে থেকে বাকাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই। কারণ, আমি মারাত্মক কোনো দুর্ঘটনার শঙ্কা করছিলাম। মনে হচ্ছিল আমার ছেলেকে ও মেরেই ফেলবে। আমি যদি তখন মাঠে থাকতাম তাহলে পায়ের  জুতা খুলে নেইমারকে মারতাম। আমার বিশ্বাস ওদিন স্টেডিয়ামের আরও অনেক মা’ই আমার সঙ্গে একই কাজ করতেন। কার্লোসকে আমি কোনোদিন এতটা উত্তেজিত হতে দেখিনি। আমি ওকে মাথা ঠান্ডা রেখে খেলারই পরামর্শ দিয়েছি।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর