চাপে পড়েও মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।
আজ সোমবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে ইয়াসির আলীর শতক ছোঁয়া ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করা রাজশাহী নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল।
১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভীষণ বাজে শুরু পায় বরিশাল। জিশান আলমের ইনিংসের প্রথম বলেই এলবি হন নাজমুল হোসেন শান্ত। এরপর দলীয় ১২ রানে তাসকিন আহমেদের বলে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। তাওহীদ হৃদয় ২৩ বলে ৩২ রানে বিদায় নেন। এরপর এক পর্যায়ে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বরিশাল। শাহিন শাহ আফ্রিদি ১৭ বলে ২৭ করে কিছুটা চাপ সামাল দেন।
তবে এরপর মাহমুদউল্লাহ ও ফাহিম মিলে মাত্র ৩৫ বলে ৮৮ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে জেতান। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন। আর ফাহিম ২১ বলে ১টি চার ও ৭টি ছক্কায় ৫৪ রান করেন।
রাজশাহীর হয়ে তাসকিন ৩টি ও হাসান মুরাদ ২টি উইকেট পান।
যেখানে টস জিতে এর আগে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে অবশ্য রাজশাহী শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ২৫ রানে কাইল মেয়ার্সের বলে ফিরে যান দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। তবে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন অধিনায়ক আনামুল হক ও ইয়াসির আলী। তারা ৮৭ বলে ১৪০ রানের পার্টনারশিপ গড়েন।
আনামুল ৫১ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ বরে ফাহিম আশরাফের বলে আউট হন। তবে ইয়াসির শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৭ বলে ৯৪ রান করেন। তিনি ৭টি চারও৮টি ছক্কা হাঁকান। রায়ন বার্ল ৯ রানে অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে ২টি উইকেট পান মেয়ার্স।