রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এনদ্রিকের এক আত্মীয়কে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে ক্রিসমাসের দিন গুলি করা হয়। যেখানে এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে মনে করা হচ্ছে।
জানা যায়, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার সামাম্বিয়ায় একটি রাস্তার কাছে নুনেস গনসালভেসকে বারবার গুলি করা হয়েছিল। যেখানে হামলাকরীরা তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। যদিও গুলি থেকে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। এ সময় তার মাথায় কয়েকটি গুলি লাগে।
এ নিয়ে বিইন স্পোর্টস জানিয়েছে, মাওরিসিও নুনেস এন্দ্রিকের বড় বোন ব্রাজিলের মডেল লাভিনিয়ার স্বামীর ভাই। লাভিনিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার মৃত্যুর খবর জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘তুমি এমন কিছু স্মৃতি রেখে গেলে যা কোনোদিন ভোলার নয়।’
সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, রাস্তার পাশের ওই বারে বন্ধুকধারীদের সঙ্গে এনদ্রিকের দুলাভাইয়ের বাগবিতণ্ডা হয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুলি করে হত্যা করার মতো কোনো আচরণ নুনেস করেননি।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ঘটনা জানার পরই তদন্ত শুরু করেছে তারা। তবে এখনও হত্যার কারণ জানা যায়নি। এছাড়া হত্যাকারীদের এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি, কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।