ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে অভিষেকে ঝড় তোলা কনস্টাসের কোচ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৩ বার

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাস গড়লেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে নতুন কীর্তি গড়লেন তিনি। ১৯ বছর ৮৫ দিন বয়সে ব্যাটিং করতে নামা কনস্টাসের রেকর্ডে পেছনে পড়ে গেছে ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে অভিষেকের কীর্তি।

এই টেস্টে নেমে আবার কনস্টাস ঝড়ও তোলেন। ৬৫ বলে ৬০ রানের ইনিংসে এমন সব শট খেলেছেন, তারুণ্যের দুঃসাহসই যা শুধু সম্ভব করতে পারে। যেখানে জসপ্রিত বুমরাহর মতো ভয়ঙ্কর বোলারকে এলোমেলো করে দিয়েছেন। স্কুপে চার, রিভার্স সুইপে ছয়—বুমরার এমন অভিজ্ঞতা এর আগে কখনো হয়েছে কিনা সন্দেহ।

এদিন টসে জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া যে প্রথম সেশনে ১ উইকেটে ১১২ রান তুলে ফেলেছে, তার মূল কৃতিত্ব এই তরুণেরই। টেস্ট অভিষেককে রাঙিয়ে তোলা এই স্যাম কনস্টাসের ব্যক্তিগত কোচ একজন বাংলাদেশি। তাহমিদ ইসলাম নামের এই বাংলাদেশি কনস্টাসের সঙ্গে মেলবোর্ন টেস্টেও কাজ করছেন।

এ নিয়ে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, নাথান ম্যাকসুয়েনির জায়গায় ডাক পাওয়া কনস্টাস অস্ট্রেলিয়ার দলে যোগ দিয়েছেন রোববার। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি। এ ছাড়া কনস্টাসের বয়স বিবেচনা করে মেলবোর্নে তাঁর ব্যক্তিগত ব্যাটিং কোচকে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে। আর সেই কোচের নাম তাহমিদ ইসলাম।

‘দ্য এজ’ তাহমিদকে বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছে। তাহমিদ ও কনস্টাস দুজনেরই বাস সিডনিতে। সেখানকার ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ। কনস্টাসের মেন্টর হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসনও।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার এবারের গ্রীষ্মকালীন ক্রিকেট শুরুর দিকে দ্য এজকে তাহমিদ বলেছিলেন, ‘আমি তাকে (কনস্টাস) নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করে। যেটা খুব ভালোভাবে কাজে দিচ্ছে। আমাদের তিনজনের সম্মিলিত পথচলাটা দুর্দান্ত।’

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরে ভালো খেলছেন কনস্টাস। তবে তার টেস্ট দলে ডাক পাওয়ায় বড় ভূমিকা সফরকারী ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের হয়ে খেলা ৯৭ বলে ১০৭ রানের ইনিংসের। দ্য এজের প্রতিবেদনে কনস্টাসের সঙ্গে তাহমিদের এবং তাহমিদের সঙ্গে ওয়াটসনের দুটি ছবি ছাপা হয়েছে। বলা হয়েছে, এ বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসে একসঙ্গে কাজ করেছেন ওয়াটসন ও তাহমিদ।

২০১৭ সালে তাহমিদ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে ছিলেন। তবে সে বছর কোনো ম্যাচ খেলেননি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সে সময়ের এক ভিডিওতে তাহমিদকে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। স্যাম কনস্টাসের এমন রঙিন অভিষেকের পর এখন বাকি সব ছাপিয়ে তাহমিদের সবচেয়ে বড় পরিচয় হবে হয়তো ‘স্যাম কনস্টাসের কোচ’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মেলবোর্নে অভিষেকে ঝড় তোলা কনস্টাসের কোচ বাংলাদেশি

আপডেট টাইম : ০৭:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাস গড়লেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে নতুন কীর্তি গড়লেন তিনি। ১৯ বছর ৮৫ দিন বয়সে ব্যাটিং করতে নামা কনস্টাসের রেকর্ডে পেছনে পড়ে গেছে ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে অভিষেকের কীর্তি।

এই টেস্টে নেমে আবার কনস্টাস ঝড়ও তোলেন। ৬৫ বলে ৬০ রানের ইনিংসে এমন সব শট খেলেছেন, তারুণ্যের দুঃসাহসই যা শুধু সম্ভব করতে পারে। যেখানে জসপ্রিত বুমরাহর মতো ভয়ঙ্কর বোলারকে এলোমেলো করে দিয়েছেন। স্কুপে চার, রিভার্স সুইপে ছয়—বুমরার এমন অভিজ্ঞতা এর আগে কখনো হয়েছে কিনা সন্দেহ।

এদিন টসে জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া যে প্রথম সেশনে ১ উইকেটে ১১২ রান তুলে ফেলেছে, তার মূল কৃতিত্ব এই তরুণেরই। টেস্ট অভিষেককে রাঙিয়ে তোলা এই স্যাম কনস্টাসের ব্যক্তিগত কোচ একজন বাংলাদেশি। তাহমিদ ইসলাম নামের এই বাংলাদেশি কনস্টাসের সঙ্গে মেলবোর্ন টেস্টেও কাজ করছেন।

এ নিয়ে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, নাথান ম্যাকসুয়েনির জায়গায় ডাক পাওয়া কনস্টাস অস্ট্রেলিয়ার দলে যোগ দিয়েছেন রোববার। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি। এ ছাড়া কনস্টাসের বয়স বিবেচনা করে মেলবোর্নে তাঁর ব্যক্তিগত ব্যাটিং কোচকে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে। আর সেই কোচের নাম তাহমিদ ইসলাম।

‘দ্য এজ’ তাহমিদকে বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছে। তাহমিদ ও কনস্টাস দুজনেরই বাস সিডনিতে। সেখানকার ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ। কনস্টাসের মেন্টর হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসনও।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার এবারের গ্রীষ্মকালীন ক্রিকেট শুরুর দিকে দ্য এজকে তাহমিদ বলেছিলেন, ‘আমি তাকে (কনস্টাস) নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করে। যেটা খুব ভালোভাবে কাজে দিচ্ছে। আমাদের তিনজনের সম্মিলিত পথচলাটা দুর্দান্ত।’

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরে ভালো খেলছেন কনস্টাস। তবে তার টেস্ট দলে ডাক পাওয়ায় বড় ভূমিকা সফরকারী ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের হয়ে খেলা ৯৭ বলে ১০৭ রানের ইনিংসের। দ্য এজের প্রতিবেদনে কনস্টাসের সঙ্গে তাহমিদের এবং তাহমিদের সঙ্গে ওয়াটসনের দুটি ছবি ছাপা হয়েছে। বলা হয়েছে, এ বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসে একসঙ্গে কাজ করেছেন ওয়াটসন ও তাহমিদ।

২০১৭ সালে তাহমিদ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে ছিলেন। তবে সে বছর কোনো ম্যাচ খেলেননি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সে সময়ের এক ভিডিওতে তাহমিদকে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। স্যাম কনস্টাসের এমন রঙিন অভিষেকের পর এখন বাকি সব ছাপিয়ে তাহমিদের সবচেয়ে বড় পরিচয় হবে হয়তো ‘স্যাম কনস্টাসের কোচ’।