চিত্রনায়িকা আঁচল অভিনীত নতুন সিনেমা দাগ। তারেক শিকদারের পরিচালনায় আচলের বিপরীতে এতে অভিনয় করছেন বাপ্পি। সম্প্রতি কক্সবাজারে শুরু হয়েছে সিনেমাটির গানের শুটিং। পুরো ইউনিট এখন সেখানে ব্যস্ত রয়েছেন।
আঁচল বলেন, ‘ দাগ সিনেমার শুটিংয়ে কক্সবাজারে এসেছি। এখানে দাগের বেশ কিছু গানের শুটিং হবে।সিনেমাটির গল্প চমৎকার। এর গানগুলোও ভালো হবে বলে আশা করছি। মনোরম লোকেশন গানের চিত্রায়ন হচ্ছে।আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং চলবে।’
আঁচল বলেন, বাপ্পির সঙ্গে জুটিবদ্ধ হয়ে আমি আগেও কাজ করেছে। আশা করি আমাদের দুইজনের অভিনীত সিনেমা দর্শকরা উপভোগ করবেন।
ভিশন অডিও প্রযোজিত এ ছবিতে আরো অভিনয় করেছে, ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার। সিনেমাটিতে মোট পাঁচটি গান থাকছে।