অনুরাগ কাশ্যাপের স্বল্প দৈর্ঘ্যের সিনেমার একটি দৃশ্যে নগ্ন হয়েছিলেন রাধিকা আপ্তে। কোনও ভাবে সেই দৃশ্যের কিছু ছবি ছড়িয়ে যায় ইন্টারনেটে। প্রায় একই রকমভাবে ‘Unfreedom’ নামের সিনেমার অভিনেত্রী প্রীতি গুপ্তার নগ্ন ছবিও ছড়াল ইন্টারনেটে।
ছোট পর্দায় বেশ পরিচিত মুখ প্রীতি। একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে দীর্ঘ দিন সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এর পর বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয়ও করেছেন। সেখান থেকে পরিচালক রাজ অমিত কুমারের চোখে পড়ে যান প্রীতি।
‘Unfreedom’ নামের সিনেমসাটি বেশ বিতর্কিত বিষয়ের (সমকামিতা) উপর ভিত্তি করে তৈরি হয়েছে। মুক্তি পাওয়ার আগেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি।
সিনেমাটিতে প্রীতি একজন সমকামির চরিত্রে অভিনয় করেছেন। খোলামেলা দৃশ্যের কিছু স্ক্রিন শট নিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। আরও খবর, সেই ছবি এবং ভিডিয়োর অংশ বেশ কয়েকটি পর্ন সাইট তাদের ওয়েবসাইটে ব্যবহার করেছে।