প্যারিস হিলটন মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। না না, হেনস্থার অভিযোগ নয়, বললেন ট্রাম্পকে ভোট দিয়েছেন তিনি। ভোটের ফল প্রকাশ পেয়েছে বেশ কিছুদিন। তবে এখনও ক্ষমতা হস্তান্তরিত হয়নি।
এর মাঝেই বেওয়াচ সেলেব্রিটি প্যারিস হিলটন জানিয়ে দিলেন, ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দিয়েছেন তিনি। কেন? উত্তর এল,
‘ছোট বেলা থেকে ট্রাম্পকে চিনি। ওর ভাষণ শুনে মনে হয়েছে দেশ চালাতে উনি যোগ্য ব্যক্তি তাই ভোট দিয়েছি। লেডি গাগা যেমন ভোটের আগে প্রচারে নেমে ছিলেন হিলারি ক্লিন্টনের হয়ে।
তাহলে ট্রাম্পের নামে যখন সারা আমেরিকা জুড়ে কুৎসা রটছে, তখন প্যারিস হিলটন পাশে দাঁড়ালেন না কেন? বললেন, ‘আমার মা আমায় জীবনে চলার পথে বেশ কয়েকটি বিষয় নিয়ে খুব কম আলোচনা করতে বলেছেন। তার মধ্যে একটি হল টাকা। অর্থাৎ কত টাকা আছে আমার, কাউকেই কখনও খুলে বলা উচিত নয়। আর পরেরটি হল রাজনীতি। মত থাকতেই পারে। সেই মত নিয়ে ভোট দেওয়াটাও ভুল কিছু নয়। কিন্তু প্রকাশ্যে রাজনীতি নিয়ে কিছু মন্তব্য না করাই ভাল’।