ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুর ট্রাক

আমেরিকাজুড়ে চলছে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ। সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্টকে নিজেদের রাষ্ট্রনেতা বলে মেনে নিতে পারছেন না অনেকেই। ক্রমেই এই বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়। ট্রাম্পের ব্যক্তিগত ভবনগুলোর আশেপাশেও বিক্ষোভ করছেন আমেরিকানরা। আর সে কারণেই কিনা ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় ভবনটির সামনে বালুর ট্রাক এনে রেখেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ট্রাম্পের সম্পদ যাতে কোনোভাবে আক্রান্ত না হয় সে জন্য এই বালুর ট্রাকগুলোকে ভবনটির সামনে এনে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা যাতে সেখানে আক্রমণ না করতে পারে সে জন্য এই ’বালুর ট্রাকের দেওয়াল’ নির্মাণ করা হয়েছে।

এছাড়া নিউ ইয়র্কেল পেনিনসুলা হোটেল, হিল্টন হোটেল ও জ্যাকব জে জাভিতস কনভেনশন সেন্টারে বালুর ট্রাক রাখা হয়েছে। নির্বাচনী রাতে এই তিনটি স্থান অফিসিয়াল ক্যাম্পেইনের জন্য ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর