যাত্রা শুরু করলো আরো একটি নতুন ব্র্যান্ড শপ ‘মেয়র’। ঢাকার বেইলী রোডে গেলো ১১ নভেম্বর যাত্রা শুরু হলো এই ব্র্যান্ড শপের। শপটির যাত্রা উপলক্ষে এদিন শপে আয়োজন করা হয় একটি ফ্যাশন শো’র।
‘মেয়র’ তাদের কালেকশানে রেখেছে ছেলেদের পাঞ্জাবি, কাবলী, শার্ট, পলো শার্ট, টি-শার্ট, স্যুয়েটার, হুডি, প্যান্ট, ডেনিম প্যান্টস, ওয়ালেট, জুতাসহ রকমারি পণ্য। আর মেয়েদের জন্য রয়েছে কুর্তী, লেডিস টপস, লেডিস গাউন, লেডিস ডেনিম প্যান্টস, টুইল প্যান্টস, লেগিংস, প্লাজো, শার্ট, স্যুয়েটার, হুডিসহ নানা ধরণের এক্সেসরিজ।
নতুন এই ব্র্যান্ড শপ প্রসঙ্গে এর কর্ণধার কাজী আরমান বললেন, ‘আমরা কোয়ালিটি পণ্য দিয়ে ক্রেতাদের মন জয় করতে চাই। পাশাপাশি কোয়ালিটির সাথে আমরা দামের বিষয়টাও খেয়াল রেখেছি যেন তা ক্রেতাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটাতে পারে। আমরা আশাবাদী ‘মেয়র’ ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের নতুন রুচির পরিচয় বহন করবে।’
নতুন এই ব্র্যান্ড শপটি তাদের যাত্রা উপলক্ষে আগামী ৩০ নভেম্বর যেকোন কেনাকাটায় ১০% ডিসকাউন্ট রেখেছে।