নতুন চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। ‘উড়োজাহাজ’ নামের এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোকেয়া প্রাচী। নতুন বছরেই ছবির কাজ শুরু হবে।
সম্প্রতি ঢাকায় সফরকালে বুদ্ধদেব দাশগুপ্ত ‘উড়োজাহাজ’ ছবিতে প্রাচীর অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেন । এদিকে ভারতের এই প্রখ্যাত নির্মাতার ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রোকেয়া প্রাচী।
উড়োজাহাজ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। উড়োজাহাজ ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়াকে অভিনয়জীবনের পরম পাওয়া হিসেবেও মনে করছেন রোকেয়া প্রাচী। আর তাই এরই মধ্যে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানান তিনি।