ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন চুক্তিতে রোনালদোর একদিনের আয় ১৫৭৪ কোটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১৮ বার

দীর্ঘ কয়েক মাস ধরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার তিনি ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য নতুন চুক্তি সই করেছেন। প্রায় আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ফুটবলে নাম লেখানো রোনালদো এবারও পাচ্ছেন বিপুল অঙ্কের বেতন ও সুবিধা।

যদিও খেলোয়াড় ও ক্লাবের মধ্যে বেতনসংক্রান্ত তথ্য সাধারণত গোপন রাখা হয়, তবে স্পেনের ক্রীড়া দৈনিক এএস ও ইংল্যান্ডের দ্য সান সূত্রে রোনালদোর চুক্তির আর্থিক দিক অনেকটাই প্রকাশ্যে এসেছে। এএস জানিয়েছে, নতুন চুক্তিতে রোনালদো বছরে পাবেন ৪৬৮ মিলিয়ন মার্কিন ডলার, দুই বছরে যা দাঁড়ায় ৯৩৬ মিলিয়ন ডলারে। হিসাব করলে প্রতি মাসে ৩৯ মিলিয়ন, প্রতি সপ্তাহে ৮.৯ মিলিয়ন, প্রতিদিন ১.২৮ মিলিয়ন, প্রতি ঘণ্টায় ৫৩,৬৬৬ ডলার, প্রতি মিনিটে ৮৯৪ ডলার এবং প্রতি সেকেন্ডে ১৫ ডলার আয় করবেন তিনি।

বাংলাদেশি মুদ্রায় রোনালদোর আয় আরও চোখ ধাঁধানো—প্রতি সেকেন্ডে প্রায় ১,৮৩৩ টাকা, প্রতি মিনিটে ১ লাখ ৯ হাজার, প্রতি ঘণ্টায় ৬৫ লাখ ৫৯ হাজার, প্রতিদিন প্রায় ১৫৭৪ কোটি, প্রতি মাসে ৪৭৬ কোটি এবং বছরে প্রায় ৫৭২০ কোটি টাকা। তবে এসব অর্থে অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত কি না, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

দ্য সান-এর প্রতিবেদনে চুক্তির আরও বিস্তৃত তথ্য পাওয়া গেছে। তাতে বলা হয়েছে, রোনালদোকে আল নাসরের মালিকানার ১৫ শতাংশ দেওয়া হয়েছে, যার মূল্যমান প্রায় ৩৩ মিলিয়ন পাউন্ড। চুক্তি সই বাবদ মিলেছে ২৪.৫ মিলিয়ন পাউন্ড, দ্বিতীয় বছরের মেয়াদ কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৩৮ মিলিয়ন পাউন্ডে। এছাড়া প্রতি গোলের জন্য পাবেন ৮০ হাজার পাউন্ড, যা দ্বিতীয় বছরে ২০% বাড়বে।

বোনাস হিসেবেও থাকছে বিশাল অঙ্ক: ক্লাব যদি সৌদি প্রো লিগ জেতে, তবে ৮ মিলিয়ন পাউন্ড, রোনালদো যদি গোল্ডেন বুট জেতেন, তবে ৪ মিলিয়ন, আর আল নাসর যদি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অংশ নেয় ও চ্যাম্পিয়ন হয়, তবে আরও ৬.৫ মিলিয়ন পাউন্ড বোনাস পাবেন তিনি।

চুক্তিতে আরও রয়েছে বিলাসবহুল সুবিধা: সার্বক্ষণিক ১৬ জন কর্মচারী (ড্রাইভার, শেফ, নিরাপত্তারক্ষীসহ), প্রাইভেট জেটের ৪ মিলিয়ন পাউন্ডের খরচ এবং ৬০ মিলিয়ন পাউন্ড মূল্যের স্পনসরশিপ চুক্তির ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

রোনালদোর ওপর এত বিনিয়োগ সম্পর্কে দ্য সান স্পোর্টস-কে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘মালিকেরা জানেন, রোনালদোই এই লিগের মুখচ্ছবি। তাই তাঁকে ধরে রাখতে হলে ‘সোনায় মোড়ানো’ প্রস্তাবই দিতে হতো। এই লিগে তারকা খেলোয়াড়দের টানতে এবং আলোচনার কেন্দ্রে থাকতে তাঁর গুরুত্ব অপরিসীম।’

সূত্রটি আরও জানায়, ‘চুক্তির মাধ্যমে রোনালদোকে শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বরং ভবিষ্যতে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও দেখতে চায় আল নাসর কর্তৃপক্ষ। মালিকানার অংশ দেওয়ার মাধ্যমে তাঁকে আরও গভীরভাবে যুক্ত করে রাখার কৌশল এটি।’

২০২২ সালের শেষ দিকে আল নাসরের সঙ্গে প্রথম চুক্তি করেছিলেন রোনালদো। তখনও তাঁর বার্ষিক আয় ২০০ মিলিয়ন ইউরোর আশপাশে বলে জানানো হয়েছিল, যা বেতন, স্পনসর ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে হিসাব করা হয়েছিল। এবার সেই অঙ্ক আরও অনেক গুণ বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নতুন চুক্তিতে রোনালদোর একদিনের আয় ১৫৭৪ কোটি

আপডেট টাইম : ১১:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

দীর্ঘ কয়েক মাস ধরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার তিনি ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য নতুন চুক্তি সই করেছেন। প্রায় আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ফুটবলে নাম লেখানো রোনালদো এবারও পাচ্ছেন বিপুল অঙ্কের বেতন ও সুবিধা।

যদিও খেলোয়াড় ও ক্লাবের মধ্যে বেতনসংক্রান্ত তথ্য সাধারণত গোপন রাখা হয়, তবে স্পেনের ক্রীড়া দৈনিক এএস ও ইংল্যান্ডের দ্য সান সূত্রে রোনালদোর চুক্তির আর্থিক দিক অনেকটাই প্রকাশ্যে এসেছে। এএস জানিয়েছে, নতুন চুক্তিতে রোনালদো বছরে পাবেন ৪৬৮ মিলিয়ন মার্কিন ডলার, দুই বছরে যা দাঁড়ায় ৯৩৬ মিলিয়ন ডলারে। হিসাব করলে প্রতি মাসে ৩৯ মিলিয়ন, প্রতি সপ্তাহে ৮.৯ মিলিয়ন, প্রতিদিন ১.২৮ মিলিয়ন, প্রতি ঘণ্টায় ৫৩,৬৬৬ ডলার, প্রতি মিনিটে ৮৯৪ ডলার এবং প্রতি সেকেন্ডে ১৫ ডলার আয় করবেন তিনি।

বাংলাদেশি মুদ্রায় রোনালদোর আয় আরও চোখ ধাঁধানো—প্রতি সেকেন্ডে প্রায় ১,৮৩৩ টাকা, প্রতি মিনিটে ১ লাখ ৯ হাজার, প্রতি ঘণ্টায় ৬৫ লাখ ৫৯ হাজার, প্রতিদিন প্রায় ১৫৭৪ কোটি, প্রতি মাসে ৪৭৬ কোটি এবং বছরে প্রায় ৫৭২০ কোটি টাকা। তবে এসব অর্থে অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত কি না, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

দ্য সান-এর প্রতিবেদনে চুক্তির আরও বিস্তৃত তথ্য পাওয়া গেছে। তাতে বলা হয়েছে, রোনালদোকে আল নাসরের মালিকানার ১৫ শতাংশ দেওয়া হয়েছে, যার মূল্যমান প্রায় ৩৩ মিলিয়ন পাউন্ড। চুক্তি সই বাবদ মিলেছে ২৪.৫ মিলিয়ন পাউন্ড, দ্বিতীয় বছরের মেয়াদ কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৩৮ মিলিয়ন পাউন্ডে। এছাড়া প্রতি গোলের জন্য পাবেন ৮০ হাজার পাউন্ড, যা দ্বিতীয় বছরে ২০% বাড়বে।

বোনাস হিসেবেও থাকছে বিশাল অঙ্ক: ক্লাব যদি সৌদি প্রো লিগ জেতে, তবে ৮ মিলিয়ন পাউন্ড, রোনালদো যদি গোল্ডেন বুট জেতেন, তবে ৪ মিলিয়ন, আর আল নাসর যদি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অংশ নেয় ও চ্যাম্পিয়ন হয়, তবে আরও ৬.৫ মিলিয়ন পাউন্ড বোনাস পাবেন তিনি।

চুক্তিতে আরও রয়েছে বিলাসবহুল সুবিধা: সার্বক্ষণিক ১৬ জন কর্মচারী (ড্রাইভার, শেফ, নিরাপত্তারক্ষীসহ), প্রাইভেট জেটের ৪ মিলিয়ন পাউন্ডের খরচ এবং ৬০ মিলিয়ন পাউন্ড মূল্যের স্পনসরশিপ চুক্তির ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

রোনালদোর ওপর এত বিনিয়োগ সম্পর্কে দ্য সান স্পোর্টস-কে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘মালিকেরা জানেন, রোনালদোই এই লিগের মুখচ্ছবি। তাই তাঁকে ধরে রাখতে হলে ‘সোনায় মোড়ানো’ প্রস্তাবই দিতে হতো। এই লিগে তারকা খেলোয়াড়দের টানতে এবং আলোচনার কেন্দ্রে থাকতে তাঁর গুরুত্ব অপরিসীম।’

সূত্রটি আরও জানায়, ‘চুক্তির মাধ্যমে রোনালদোকে শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বরং ভবিষ্যতে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও দেখতে চায় আল নাসর কর্তৃপক্ষ। মালিকানার অংশ দেওয়ার মাধ্যমে তাঁকে আরও গভীরভাবে যুক্ত করে রাখার কৌশল এটি।’

২০২২ সালের শেষ দিকে আল নাসরের সঙ্গে প্রথম চুক্তি করেছিলেন রোনালদো। তখনও তাঁর বার্ষিক আয় ২০০ মিলিয়ন ইউরোর আশপাশে বলে জানানো হয়েছিল, যা বেতন, স্পনসর ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে হিসাব করা হয়েছিল। এবার সেই অঙ্ক আরও অনেক গুণ বেড়েছে।