সিলেটের বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে এক যুবককে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের ছোড়া গুলিতে ওই যুবকের বাম হাতে মারাত্মকভাবে জখম হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রিজ সংলগ্ন মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
আহত আজিজুর রহমান ওরফে আজিবুর (৩৯) দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্বনাথ থানা পুলিশ। তবে তাকে কে বা কারা কেন গুলি ছুড়লো, তাৎক্ষণিক জানা যায়নি।
জানা গেছে, নাচুনী গ্রামের অদূরে মাছ ধরার উদ্দেশ্যে নিজের জমিতে সেচের কাজ করছিলেন আজিবুর। সেচের ফাঁকে তিনি ও তার কয়েকজন সহযোগি জমির পাশেই বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রিজ সংলগ্ন মাদ্রাসার পাশে বসে নাস্তা করছিলেন। এ সময় চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আজিবুরকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাম হাতে গুলিবিদ্ধ হন আজিবুর। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
তবে আজিবুরের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই গাড়িতে করে আসা বাবুল আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয় পুলিশ। তিনি দশঘর গ্রামের মৃত চমক আলীর ছেলে।
গুলিবিদ্ধ আজিবুর বলেন, ‘আমরা পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই যুক্তরাজ্য প্রবাসী। দেশে আমি একা। আমার অনেক শত্রু আছে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। সুস্থ হয়ে আমি সবার নাম প্রকাশ করব।’
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী দৈনিক আমাদের সময়কে বলেন, ‘চলন্ত গাড়ী থেকে ওই যুবককে গুলি করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের না হলেও জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’