রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি এক নজর দেখতে স্থানীয়দের ভীড় জমেছে দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লার আড়তের সামনে।
আজ বুধবার সকালে মাছটি পদ্মা নদীতে জেলে রুহুল আমিন হাওলাদারের জালে ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় বিক্রির জন্য নিয়ে গেলে উন্মুক্ত নিলামে সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি এক হাজার ৩৫০ টাকা দরে মোট ৪৯ হাজার ৯৫০ টাকায় ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, ‘এত বড় বাঘাইড় সচরাচর দেখা যায় না। মাছটি কেনার পর বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকায় অনলাইনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, অন্তত প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আড়তে আনার পরপরই মাছটি দেখতে ভীড় করে স্থানীয় উৎসুক জনতা। অনেকেই মোবাইল ফোনে মাছটির ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।’