ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কথা কাটাকাটির জেরে ৩ কিশোরকে কোপাল সহপাঠীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৬ বার

রাজবাড়ীতে কথা কাটাকাটির জেরে তিন কিশোরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সহপাঠিরা। আজ সোমবার দুপুর ১টার দিকে রাজবাড়ী পৌর শহরের রহিমুন্নেছা মাদ্রাসার সামনে প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মো. আলভি (১৮), বেড়াডাঙ্গা গ্রামের হুমায়ুনের ছেলে মো. হাসান (২১) ও চরলক্ষীপুর গ্রামের সাইদুল শেখের ছেলে মো. সবুজ (১৯)। আহত ও হামলাকারীরা সবাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলভী ও হাসানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইতিপূর্বে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পরে বিষয়টি নিয়ে নিজেরা আপোষের জন্য একত্রিত হয়। এক পর্যায়ে অপর বন্ধুরা তাদের কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদরহাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুত্ব আহত অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিরুজ্জামান বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কথা কাটাকাটির জেরে ৩ কিশোরকে কোপাল সহপাঠীরা

আপডেট টাইম : ০৭:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

রাজবাড়ীতে কথা কাটাকাটির জেরে তিন কিশোরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সহপাঠিরা। আজ সোমবার দুপুর ১টার দিকে রাজবাড়ী পৌর শহরের রহিমুন্নেছা মাদ্রাসার সামনে প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মো. আলভি (১৮), বেড়াডাঙ্গা গ্রামের হুমায়ুনের ছেলে মো. হাসান (২১) ও চরলক্ষীপুর গ্রামের সাইদুল শেখের ছেলে মো. সবুজ (১৯)। আহত ও হামলাকারীরা সবাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলভী ও হাসানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইতিপূর্বে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পরে বিষয়টি নিয়ে নিজেরা আপোষের জন্য একত্রিত হয়। এক পর্যায়ে অপর বন্ধুরা তাদের কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদরহাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুত্ব আহত অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিরুজ্জামান বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’