সাভারে আব্দুল মালেক (৩৫) নামে এক গয়নার কারিগরকে গাছের সঙ্গে বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ জুন) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকায় একটি পরিত্যক্ত স্থানে গাছে সঙ্গে মরদেহ বাঁধা দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
নিহত আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেটের একটি দোকানে গয়না প্রস্তুত করতেন।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বের হন আব্দুল মালেক। পরে বিকেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল মালেকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ (এসআই) বিলায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, গাছের সঙ্গে ঝুলছিল নিহতের মরদেহ। তবে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া সন্দেহ ভাজন একাধিক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।