ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) রাতে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকার ওই ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দুই শিশু হল—ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। ফয়সাল পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তারা পরিবারসহ সাত মন্দির রোডের শেখ ভবনে ভাড়া থাকত।
ছাগলনাইয়া থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় খেলতে বের হয় ফয়সাল ও সাখাওয়াত। এরপর তারা পাশের একটি নির্মাণাধীন ভবনের দিকে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাতেই ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত দুই শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায় এবং সেখানেই মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে।
তাদের অভিযোগ, ভবন মালিকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।তারা মনে করেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। স্থানীয় বাসিন্দা মো. হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ভবন মালিকরা যদি সেফটিক ট্যাংকের ঢাকনা ঠিকভাবে লাগিয়ে রাখতেন, তাহলে এ ঘটনা ঘটতো না।’এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ তদারকি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।দুই শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তাদের এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে। ফারাবির বাবা ইকবাল হোসেন বলেন, ‘আমার ছেলেকে আর ফিরে পাবো না। তবে চাই, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।’