পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে কোচিংয়ে যুক্ত থাকলেও এবার তার সঙ্গে বোর্ডের সব ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হলো।
পিসিবির পক্ষ থেকে এখনো ইউসুফের পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, গত সপ্তাহেই ইউসুফ তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিপূর্বে পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন ইউসুফ। সর্বশেষ তিনি নিউজিল্যান্ড সফরে ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাকে আর কোচিং স্টাফে দেখা যায়নি।
তরুণ ক্রিকেটারদের দক্ষতা ও প্রতিভা গড়ে তুলতেই পিসিবি তাকে একাডেমির দায়িত্বে নিয়োগ দিয়েছিল। তার অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞান তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল। কিন্তু ব্যক্তিগত কারণেই তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না।
এই মুহূর্তে ইউসুফ শুধু বিশ্রামে যাচ্ছেন নাকি ভবিষ্যতে পিসিবির অন্য কোনো দায়িত্বে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অতীতে তিনি বোর্ডের বিভিন্ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।