জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের শেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।
দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
শেরপুর জেলার সদর আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচ মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আতিকুর রহমান আতিক। হয়েছেন দুবার জাতীয় সংসদের হুইপ।গত বছরের ৮ জানুয়ারি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি।