অনেক জল্পনা-কল্পনার পর আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষিত হয়েছে। পাকিস্তান সফরে ৫ ম্যাচের পরিবর্তে ৩টি ম্যাচ খেলবে টাইগাররা। তবে এই সিরিজের স্কোয়াডে থাকলেও যাচ্ছেন না পেসার নাহিদ রানা। নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন নাহিদ। স্কোয়াডে থাকা অন্যরা এই সিরিজ শেষে পাকিস্তানে উড়াল দিলেও নাহিদ ফিরবেন বাংলাদেশে।
আমিরাত সিরিজের আগে পাকিস্তানে পিএসএল খেলার জন্য গিয়েছিলেন নাহিদ। তবে কোনো ম্যাচে নামার সুযোগ হয়নি। ভারত-পাকিস্তানের সংঘাতের পর পিএসএল বন্ধ হয়ে যাওয়ায় জটিল পরিস্থিতির মাধ্যমে সেই দেশ ত্যাগ করে বাংলাদেশে এসেছিলেন নাহিদ। এই পেসার পাকিস্তানে থাকাকালীনই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা করে ভারত। অনেকটা ট্রমা থেকেই নাহিদ নাম প্রত্যাহার করতে পারেন বলে মনে করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘(পাকিস্তানে) যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে, নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজড করে একজনকে, তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে সম্ভবত ও (নাহিদ) নিজেকে উইথড্র করেছে।’
নাহিদ ছাড়াও বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সিরিজে যাচ্ছেন না ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলি। তবে নাহিদের সঙ্গে পিএসএল থেকে দেশে ফেরা রিশাদ হোসেন আবারও যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২৮ মে প্রথম, ৩০ মে দ্বিতীয় ও ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দল। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজ উপলক্ষে এরই মধ্যে দল ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান।