ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে পিএসএল আয়োজন করতে বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৯ বার

ভারতের সঙ্গে সংঘাতের জেরে স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যদিও প্রথমে এটিকে সংযুক্ত আরব আমিরাতে সরানোর কথা বলেছিল পাকিস্তান বোর্ড। তবে ভবিষ্যতে আবারও যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে অন্য কোনো দেশ নয়, বাংলাদেশকে বিবেচনা করার দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে বাসিত বলেন, ‘যদি ভবিষ্যতেও এই টুর্নামেন্টটিতে একই ধরনের বিঘ্ন ঘটে, তাহলে দয়া করে দুবাইতে স্থানান্তর করবেন না। বাংলাদেশের কথা বিবেচনা করুন। তাদের স্টেডিয়ামগুলো সবসময় ভরা থাকে, এমনকি ক্লাব ম্যাচের জন্যও। এটি ক্রিকেটপ্রেমীতে পূর্ণ একটি দেশ।’

পিএসএল স্থগিত হওয়ার আগে মাত্র আটটি ম্যাচ বাকি ছিল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর, টুর্নামেন্টের বাকি আটটি ম্যাচ এখনও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে পারে। সূত্রের মাধ্যমে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে, তারা যেন বিদেশি ক্রিকেটারদের দুবাইতে রেখে দেয়। যদিও এরই মধ্যে দেশে ফিরেছেন পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানা ও রিশাদ হোসেন।

পিএসএলে ২৭টি ম্যাচের পর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ছয়টি জয়, দুটি পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে। করাচি কিংস ১০ পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডেরও পয়েন্টও ১০। মুলতান সুলতানস প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে পিএসএল আয়োজন করতে বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার

আপডেট টাইম : ১০:৫০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ভারতের সঙ্গে সংঘাতের জেরে স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যদিও প্রথমে এটিকে সংযুক্ত আরব আমিরাতে সরানোর কথা বলেছিল পাকিস্তান বোর্ড। তবে ভবিষ্যতে আবারও যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে অন্য কোনো দেশ নয়, বাংলাদেশকে বিবেচনা করার দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে বাসিত বলেন, ‘যদি ভবিষ্যতেও এই টুর্নামেন্টটিতে একই ধরনের বিঘ্ন ঘটে, তাহলে দয়া করে দুবাইতে স্থানান্তর করবেন না। বাংলাদেশের কথা বিবেচনা করুন। তাদের স্টেডিয়ামগুলো সবসময় ভরা থাকে, এমনকি ক্লাব ম্যাচের জন্যও। এটি ক্রিকেটপ্রেমীতে পূর্ণ একটি দেশ।’

পিএসএল স্থগিত হওয়ার আগে মাত্র আটটি ম্যাচ বাকি ছিল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর, টুর্নামেন্টের বাকি আটটি ম্যাচ এখনও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে পারে। সূত্রের মাধ্যমে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে, তারা যেন বিদেশি ক্রিকেটারদের দুবাইতে রেখে দেয়। যদিও এরই মধ্যে দেশে ফিরেছেন পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানা ও রিশাদ হোসেন।

পিএসএলে ২৭টি ম্যাচের পর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ছয়টি জয়, দুটি পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে। করাচি কিংস ১০ পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডেরও পয়েন্টও ১০। মুলতান সুলতানস প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে।