নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ মদন পৌর সভার বাড়িভাদেরা গ্রামের বাসিন্দা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর’র চাচা সাবেক ভাইস চেয়ারম্যান মহুরম মীর্জা মোস্তাফিজুর রহমান ফৌজদার সাহেবের স্মরণে ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন, তাঁর বড় ছেলে মীর্জা আতিকুর রহমান বিপুল। শুক্রবার (৭ মার্চ) বিকালে মীর্জা বিপুলের নিজ বাড়ি বাড়িভাদেরায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মানুষের উপস্থিতে মহুরমের আত্মার মাগফিরাত জন্য দোয়া করা হয়।