ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করলেও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ে ঘুমিয়ে রয়েছে। তবে নির্বাচন হবে কিনা, হলে কখন হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জামায়াত। দলটির সম্ভাব্য তালিকায় দেখা যায়, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে প্রার্থী করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) প্রফেসর ডা. জিহাদ খানকে।
রাজধানীর ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত এই চিকিৎসককে দলের মজলিসে শূরা সদস্য হিসেবে পরিচয় দেয়া হয়েছে এবং এর আগে ডা. জিহাদ খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকার সন্তান। জামায়াতের মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির প্রফেসর রমজান আলী সাবেক প্রেসিডেন্টের আবদুল হামিদের শ্যালক জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খানকে মনোনীত করা হয়েছে। এর মধ্য দিয়ে জামায়াত ফ্যাসিস্ট হাসিনার অলিগার্কদের তথা আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করলো। কেউ কেউ লিখেছেন, দিল্লির নীলনকশা অনুযায়ী পতিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভোট টাকতে জামায়াত এবার অর্ধ-শতাধিক আসনে আওয়ামী লীগ পরিবারের সদস্যদের প্রার্থী করার টার্গেট করেছে।
সাবেক প্রেসিডেন্টি আবদুল হামিদের শ্যালককে জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের অনেকেই লিখেছেন, মুখে ভারত বিরোধিতা করলেও জামায়াত দিল্লির নীলনকশা অনুযায়ী সারা দেশের আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের সদস্যদের পুনর্বাসনে দলীয় প্রার্থী করতে যাচ্ছে।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অন্য পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে জেলার ছয়টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা শেষ হলো। আগে জেলার পাঁচটি আসনে যাদেরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল তারা হলেনÑ কিশোরগঞ্জ-১ অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ রমজান আলী ও কিশোরগঞ্জ-৬ মাওলানা কবির হুসাইন।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী জিহাদ খান সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের শ্যালক এটা সত্যি। এতে কোনো সমস্যা নেই, কারণ তিনি খুবই গুণী মানুষ। চিকিৎসাসেবায় তার অনেক অবদান রয়েছে, এখনো সেবা দিয়ে যাচ্ছেন।